
ইন্টারনেটে বসলেই নানা ধরনের বিজ্ঞাপনে অস্থির অবস্থা হয়ে যায়। কোনো অনলাইন স্টোরে বসলেই বিজ্ঞাপন আসতেই থাকে। এসব পারসোনালাইজড বিজ্ঞাপন আসলে কুকিজের ফলাফল। কুকিজের মাধ্যমে আপনার কাছে গোটা শপিং কার্ট চলে আসতে পারে। আপনি ইন্টারনেটে কি করছেন তার ডেটা ট্র্যাকিংয়ের মাধ্যমে এগুলো চলে আসে। কোডব্রেকার নামে মার্কেটপ্লেস এবং টেক ইনসাইডারের এক পোডকাস্ট জানিয়েছে এসব বিজ্ঞাপন থেকে বাঁচার কার্যকর উপায়। তুলে ধরেছে বিজনেস ইনসাইডার।
১. ক্রোম ব্রাউজারে চলে যান। এর ওপরের ডানদিকের কোণায় মেনু সিম্বলে ক্লিক করুন।
২. মেনুতে ক্লিক করলে যে পপ আপ মেনু আসবে তার সেটিংসয়ে চলে যান।
৩. সেটিংয়ে যাওয়ার পর একেবারে নিচের দিকে 'শো অ্যাডভান্সড সেটিংস' বাটনে ক্লিক করুন।
৪. ওই বাটনে ক্লিক করলে প্রাইভেসি বার পপ আপ আকারে চলে আসবে। এরপর 'কনটেন্ট সেটিংস' নামের বাটনে ক্লিক করুন।
৫. সেখানে কুকিজের সন্ধান পাবেন। সেখান থেকেই কুকিজ ডিসঅ্যাবল করতে পারবেন।
৬. সাফারি ব্রাউজারে কুকিজ ডিসঅ্যাবল করতে হলে ওপরে বামের সাফারি বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে 'প্রিফারেন্স' নেভিগেট করুন।
৭. প্রিফারেন্স থেকে যে মেনুটি পপ আপ আকারে আসবে সেখান থেকে 'প্রাইভেসি' বাটকে ক্লিক করতে হবে।
৮. এখনা থেকেই কুকিজ সেটিং করে নিতে পারবেন।
৯. মাইক্রোসফট এজ ব্রাউজারে 'মোর অ্যাকশন বাটন'-এ যেতে হবে। ওপরের ডানদিকের বাটনটি তিনটি ডট দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকেই কুকিজ ডিসঅ্যাবল করতে পারবেন।