দেশের বাজারে মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফের জেড এয়ার ল্যাপটপ বিক্রি শুরু করেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টারটেক। শিক্ষার্থীদের ও অফিসে কাজের উপযোগী ল্যাপটপটি হালকা-পাতলা বলে সহজে বহনযোগ্য। ফিচার হিসেবে রয়েছে এইচডি ডিসপ্লে, জেনুইন উইন্ডোজ ১০, ইনটেল প্রসেসর, ২ জিবি র্যাম, ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ, ব্লুটুথ, ওয়াই-ফাই, মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা। এর ব্যাটারি ১০ হাজার এমএএইচ। এমএস অফিস, ফটোশপসহ নানা কাজে এটি ব্যবহার করা যাবে। ল্যাপটপের দাম ১৬ হাজার ৪৯৯ টাকা।
এর সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। স্টারটেকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপের সঙ্গে পেনড্রাইভ, ওয়্যারলেস মাউসসহ চারটি উপহার দেবে প্রতিষ্ঠানটি। ২৫ জানুয়ারি পর্যন্ত (www.startech.com.bd/i-life-zedair) উপহার পাওয়া যাবে।
এর সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। স্টারটেকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপের সঙ্গে পেনড্রাইভ, ওয়্যারলেস মাউসসহ চারটি উপহার দেবে প্রতিষ্ঠানটি। ২৫ জানুয়ারি পর্যন্ত (www.startech.com.bd/i-life-zedair) উপহার পাওয়া যাবে।